Thursday, November 12, 2015

একটি সুন্দর হাদীস-- জুম্মার নামাজ পড়া নিয়ে --পড়ুন

 

রাসূলুল্লাহ (সাঃ)
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
"জুম'আর সালাতে ৩ ধরনের লোক
হাজির হয় ।
১. এক ধরনের লোক আছে, যারা আল্লাহর
মসজিদে প্রবেশের পর
তামাশা করে,
তারা বিনিময়ে আল্লাহর পক্ষ
থেকে তামাশা ছাড়া কিছুই
পাবে না । ২. দ্বিতীয় আরেক ধরনের লোক
আছে,
যারা জুমু'আয় হাজির হয়,
সেখানে কিছু
দোয়া মোনাজাত করে,
ফলে আল্লাহ যাকে চান
তাকে কিছু দেন আর
যাকে ইচ্ছা দেন
না ।
৩. তৃতীয় প্রকার লোক
যারা জুম'আয় হাজির হয়;
চুপচাপ থাকে,
মনোযোগ দিয়ে খুতবা শোনে,
কারো ঘাড়
ডিঙিয়ে সামনে আগায় না,
কাউকে কষ্ট দেয় না, তাদের ২ জুম'আর মধ্যবর্তী ৭
দিন সহ আর ও ৩ দিন যোগ
করে মোট ১০ দিনের
গুনাহ আল্লাহ মাফ করে দেন"
[আবু দাউদ]
আল্লাহ আমাদের প্রত্যেকে তৃত্বীয় প্রকারের লোক হওয়ার তাওফিক দান করুক।

No comments:

Post a Comment